প্রকাশিত: ০৪/০৭/২০১৭ ৬:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২০ পিএম

ডেস্ক রিপোর্ট::
কক্সবাজার শহরে পৃথক অভিযান চালিয়ে ৫শ’ পিস ইয়াবাসহ পুলিশের ‘কথিত’ সোর্স ও এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলার আটজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

সোমবার থেকে আজ(মঙ্গলবার)দুপুর ১২টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

সদর মডেল থানা সূত্রে জানাযায়, শহরে ঝাউতলাস্থ হোটেল আল- হেরার সামনে থেকে ৫শ’ পিস ইয়াবাসহ পুলিশের ‘কথিত’ সোর্স সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের সোহেলকে আটক করা হয়।

অপরদিকে পৌর ১নং ওয়ার্ডের সমিতি পাড়া এলাকা থেকে অপহরণ মামলার পলাতক আসামি আয়েশা আক্তার (২৫), এছাড়াও সদর উপজেলার জেল গেইট এলাকা থেকে ছিনতাইকারী হাবিবুল ইসলাম লিটন (২৫) ও শহরের রুমালিয়ার ছড়া এলাকা থেকে সন্ত্রাসী আবুল কালাম (২৫), সদর উপজেলার ঝিলংজার মুহুরীপাড়া বিসিক এলাকা থেকে রুহুল কাদের বাবুল(২৪), শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এবিসি ঘোনার রশিদ ড্রাইভার (৫০), উখিয়া উপজেলার হিজলিয়া বাবুল আলম (৩০) ও আক্তার (২৮) কে জলীলের দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয় এবং শহর থেকে মহেশখালী উপজেলার গোরঘাটা এলাকার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রেজাউল করিম (৫২) গ্রেফতার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, ২৪ ঘণ্টার এ পৃথক অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক (তদন্ত) কামরুল আজম, পরিদর্শক (অপারেশন) মাইন উদ্দিন, উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম, উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার সিংহ, উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজীব বৈরাগী ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম।

ধৃতরা গ্রেফতার এড়াতে দীর্ঘদিন পলাতক ছিলেন। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

চট্টগ্রামে দুই কোটির চাঁদাবাজি, বৈছাআ নেতা নিজামের পদ স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনের পদ ‘সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে’ ...

প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ২ স্বজনের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ দেশে ফিরেছে একটি কফিনে ...

ছেলের বিয়েতে আ.লীগ নেতা, গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ে কেন্দ্র করে বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে গ্রেফতারের ...

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...