প্রকাশিত: ০২/০৮/২০১৬ ৭:৫৬ এএম

pori-ঢাকা:  কক্সবাজারে আরো ছয় রাত কাটাতে হবে নায়িকা পরিমনিকে। রক্ত ছবির শুটিং শেষ হতে দেরি হওয়ায় তাকে সেখানে থাকতে হচ্ছে।
সামনের ঈদে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছে জাজ। তাই কাজ গুছিয়ে নিতে সবাই ‘অক্লান্ত পরিশ্রম’ করছেন।এর আগে কলকাতা পর্বের শুটিং শেষ হয়।
এখানে ছবিতে একসঙ্গে অংশ নিচ্ছেন পরিমনি ও নবাগত মুখ রোশান। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।
পরিমনি জানান, অ্যাকশন এক মেয়ের রূপে দর্শকরা এ ছবিতে তাকে পাবেন। লড়াই ও প্রতিশোধের দৃশ্যে নাকি বেশি দেখা যাবে।
‘দিন-রাত এ ছবির জন্য পরিশ্রম করেছি। আশা করি ছবিটি দর্শকরা পছন্দ করবেন।’ বলেন পরি।

এদিকে নিজেকে অনেকটা সৌভাগ্যবান মনে করছেন নবাগত নায়ক রোশান। কারণ, তার জীবনের প্রথম ছবিই কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে।

‘ছবিতে আমি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছি। কক্সবাজারের ইনানী বিচসহ পাহাড়ের বিভিন্ন লোকেশনে চলছে এই কাজ। এই ছবিতে কাজ করতে গিয়ে পদে পদে নতুন অভিজ্ঞতা হচ্ছে। আমার জন্য এই ছবিটি অগ্নিপরীক্ষা। জাজের আজিজ ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ আমাকে এত বড় একটা সুযোগ দেয়ার জন্য।’ মন্তব্য রোশানের।

‘রক্ত’ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আশিষ বিদ্যার্থী, বিপ্লব চ্যাটার্জি, রজতাভ দত্ত, অমিত হাসান প্রমুখ।

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...