উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৩/১১/২০২৫ ২:২১ পিএম

ঘোষিত লকডাউন ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে কক্সবাজারে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে। বৃহস্পতিবার সকাল থেকে সেনা সদস্যরা শহর ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল জোরদার করেছে।

জানা গেছে, কক্সবাজার শহরের কলাতলী মোড়, বাস টার্মিনাল, বিমানবন্দর রোড, লালদীঘিরপাড়সহ গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীর টহল চলছে। এছাড়া লিংক রোড, রামু, কোটবাজার ও উখিয়া এলাকায় স্থাপন করা হয়েছে ভ্রাম্যমাণ চেকপোস্ট।

পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে এসব এলাকায় সেনাবাহিনীর পাশাপাশি র‍্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও যৌথভাবে অভিযান পরিচালনা করছেন।

একাধিক সূত্র জানায়, ফ্যাসিস্ট সরকারের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন ঘিরে নাশকতার আশঙ্কা থাকায় আগাম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কক্সবাজারে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, “দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো নাশকতা প্রতিরোধে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত। কক্সবাজারসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”

এদিকে, যৌথ বাহিনীর তৎপরতায় জেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে।

পাঠকের মতামত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রী জেনি চ্যাপম্যান

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ...

১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আগামী ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজার জেলাজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ ...

রোহিঙ্গা স্থানান্তর বন্ধ, ভাসানচর প্রকল্প ছিল ‘ভুল সিদ্ধান্ত’

কক্সবাজারের ঘনবসতিপূর্ণ ক্যাম্প এলাকা থেকে রোহিঙ্গাদের একাংশ সরিয়ে বঙ্গোপসাগরের দ্বীপ ভাসানচরে নেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ...