প্রকাশিত: ০৮/০১/২০১৮ ৮:২৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:২০ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার-টেকনাফ রোডের দক্ষিণ পাশে মসজিদের সামনে থেকে দুই লাখ টাকার জাল নোটসহ রবিবার সন্ধ্যায় এক নারীকে আটক করেছে র‌্যাব-৭। আটককৃত ওই নারীর নাম ফাতেমা বেগম (২৫)। কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকার আবদুস শুক্কুরের মেয়ে ফাতেমা।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মো. রুহুল আমিন জানান, জাল নোট ব্যবসায়ী চক্র লেনদেন করার উদ্দেশে লিংকরোডে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে আমাদের লোক ছদ্মবেশে অবস্থান নেয়। এক পর্যায় সেখানে থাকা কয়েকজনকে সন্দেহ হলে র‌্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় ছেলেরা পালিয়ে গেলেও ফাতেমা নামে ওই নারী পালাতে পারেনি।

পাঠকের মতামত

পলিথিন মজুত বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা: র‍্যাবের হুঁশিয়ারি

পলিথিন ব্যাগ ব্যবহার রোধে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। এই কার্যক্রমের অংশ ...