প্রকাশিত: ০৩/১০/২০১৬ ৪:২২ পিএম

বিনোদন ডেস্ক::images
কক্সবাজারে চলছে শাকিব খান ও পরী মণি অভিনীত ‘ধুমকেতু’ চলচ্চিত্রের শুটিং। ছবিটি পরিচালনা করছেন শফিক হাসান। দুটি গানের শুটিংয়ের জন্যই কক্সবাজার যাওয়া বলে জানিয়েছেন পরিচালক।
পরিচালক শফিক হাসান বলেন, ‘আমরা গতকাল কক্সবাজারে এসেছি। আজ থেকে শুটিং শুরু করেছি। টানা ৭ তারিখ পর্যন্ত আমরা এখানে শুটিং করব। এরই মধ্য দিয়ে আমার ছবির শুটিং শেষ হচ্ছে।’
শফিক হাসান আরো বলেন, ‘এর আগে আমি ছবির সব কাজ শেষ করেছি। এখন শুধু দুটি গানের শুটিং করছি। এখানে পাঁচদিন শুটিং করে দুটি গান শেষ করব। বাকি কাজ এরই মধ্যে শেষ করেছি। ডাবিং, এডিটিংসহ সবকিছু শেষ, এখান থেকে ঢাকায় ফিরে ছবিটি সেন্সর বোর্ডের জন্য রেডি করব।’ চলতি মাসেই ছবিটি সেন্সর বোর্ডে জমা দেবেন বলে জানান পরিচালক।
শাকিব খান ও পরী মণি ছাড়াও এই ছবিতে আরো অভিনয় করেছেন অমিত হাসান, দিতি, আলী রাজ প্রমুখ।

পাঠকের মতামত

নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ...