প্রকাশিত: ০১/০৭/২০১৮ ১২:২৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৯ এএম


পিয়া গিয়েছিলেন কক্সসবাজার সমুদ্র সৈকতে। সঙ্গে ছিলেন তার স্বামী ফারুক হাসান সামীরও।


বিনোদন ডেস্ক : ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জনের মধ্য দিয়ে পরিচিতি পেতে থাকেন জান্নাতুল ফেরদৌস পিয়া। বর্তমানে বাংলাদেশের মডেলিং জগতের আলোচিত নাম তিনি। আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তার পদার্পণ। নিজস্ব ফ্যাশন আর নিত্য নতুন ঢংয়ের ছবি পোস্ট করে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে নজর কাড়েন তিনি। দেশ-বিদেশে ক্যামেরার ফ্রেমে বন্দী হওয়া তার নানা রকমের ছবি স্থান পেয়েছে বিভিন্ন গণমাধ্যমের খবরেও।

সম্প্রতি পিয়া গিয়েছিলেন কক্সসবাজার সমুদ্র সৈকতে। সঙ্গে ছিলেন তার স্বামী ফারুক হাসান সামীরও। এরই মধ্যে মডেল পিয়া নিজের ফেসবুকে অ্যাকাউন্টে পোস্ট দিয়ে নিজেদের সমুদ্র সৈকতের ভ্রমণের কথা জানান দেন সবাইকে।

২৯ জুন, শুক্রবার কক্সবাজার সমুদ্রের পাড়ে অবস্থিত বিলাসবহুল সায়মন বিচ রিসোর্টের সুইমিং পুলের পানিতে স্নানরত অবস্থার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে উষ্ণতা ছড়ান এই মডেল। নীল পোশাক, নীল সুইমিং পুলের নীল পানি আর উপরে নীল আকাশ সব মিলিয়ে নীল রঙের ছোঁয়ায় মেশানো মডেল পিয়াকে দেখে ছবিগুলোতে প্রশংসা বাক্য জুড়েদেন অনেকে। একই সময়ে সাদা টপস ও যুক্তরাষ্ট্রের পতাকার প্রিন্টের তৈরি বিকিনি পোশাক পরা অবস্থায় আরেকটি আবেদনময়ী ছবি পোস্ট করেতে দেখা যায় তাকে।

রোদ ঝলমলে দিনে সুইমিং পুলের নীল পানিতে পিয়া জান্নাতুল। ছবি: সংগৃহীত
নীল রঙের ছোঁয়ায় মেশানো মডেল পিয়া। ছবি: সংগৃহীত
সায়মন বিচ রিসোর্টের সুইমিং পুলে মডেল পিয়া। ছবি: সংগৃহীত

পাঠকের মতামত

নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ...

সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতা: লিগ্যাল নোটিশ পাঠালেন সুপ্রিম কোর্টের আইনজীবী

বিনোদন ও ক্রিকেটের সংমিশ্রণে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ এবার মোড় নিয়েছে নতুন বিতর্কের। খেলার চেয়ে ...

বিয়ে করলেন জামিল-মুনমুন

বর-কনে রূপে ছবি পোস্ট করলেন অভিনয়শিল্পী জামিল-মুনমুন। বিয়ে করেছেন ছোট পর্দার এ দুই অভিনয়শিল্পী। ৬ ...