সেন্টমার্টিন যাত্রা ঘিরে সক্রিয় জালিয়াত চক্র
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারি ১২টি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন কক্সবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ ...

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় অবস্থিত উর্মি বিউটি পার্লারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানকালে প্রচুর নকল ও লেভেলবিহীন পণ্য পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৫ অনুযায়ী ২০০০০ (বিশ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর (সোমবার) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিন্নাত শহীদ পিংকি এর নেতৃত্বে এই অভিযান পরিচালান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকি বলেন, নকল ও লেভেলবিহীন পণ্য পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৫ অনুযায়ী উর্মি বিউটি পার্লার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদেরকে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়। জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মতামত