প্রকাশিত: ২৯/০৬/২০২২ ৫:৫৮ পিএম

ইয়াবা পাচার মামলায় দুই ভাইকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।
আদেশে অর্থ দণ্ড অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ডও ভোগ করার কথা
বলা হয়েছে।

বুধবার বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই আদেশ দেন বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকার মৃত আহমদ ছফার পুত্র নুরুল আলম (২৬) ও মহি উদ্দিন (৩০)।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম জানান, ২০১৮ সালের ১ মে টেকনাফে এক অভিযানে ৩০ হাজার ইয়াবা সহ ২ জনকে আটক করে হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাটির বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার রায় ঘোষনা করা হয়। রায় প্রদানকালে অভিযুক্ত ২ ভাই আদালতে উপস্থিত ছিলেন। হাজতবাস করার সময় সাজা থেকে বাদ
যাবে বলে উল্লেখ রয়েছে আদেশে। সুত্র: দৈনিক কক্সবাজার

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...