যুবদল নেতা শামীম হত্যা: কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম কারাগারে
২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক ...
কক্সবাজারের মরিচ্যা যৌথ চেকপোস্টে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বিজিবি।
রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে রামু উপজেলার ৯ নম্বর খুনিয়াপালং ইউপির মরিচ্যা যৌথ চেকপোস্ট নামক স্থানে কোটবাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- মোছা. গোলজার বেগম (২১) মোছা. রাজিয়া বেগম (৩২)। তারা সকলেই জুম্মাপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবির উপপরিচালক মো. তাজমিলুর ইসলাম জানান, তাদের শরীর তল্লাশি করে ১৫৫৩ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৬৬ হাজার টাকা।
তিনি আরও জানান, আটককৃতদের রামু থানায় সোপর্দ করা হয়েছে।
পাঠকের মতামত