ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৬/২০২৫ ৬:২৯ এএম

কক্সবাজারের পেকুয়ায় ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ জুন) ভোরে পেকুয়া সদর ইউপির ভোলাইয়াঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৪৭ পিচ ইয়াবা ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃত ওই নারীর নাম শাহেদা ইয়াসমিন (৪৩)। সে একই এলাকার মাদক ব্যবসায়ী সাহেদ ইকবাল প্রকাশ সাহেদের স্ত্রী বলে জানা গেছে।

জানা গেছে, পেকুয়া সেনা ক্যাম্পের গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টিম মাদক বিক্রির খবর পেয়ে ভোরে উপজেলার ভোলাইয়াঘোনা সাহেদের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াবাসহ এক নারীকে আটক করতে সক্ষম হয়। তবে মূল হোতা গার স্বামী সাহেদ সু-কৌশলে পালিয়ে যাওয়াতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সেনাবাহিনী পেকুয়া ক্যাম্পের ক্যাপ্টেন ইনামুলের নেতৃত্বে পেকুয়া থানার এসআই ছাইদুর রহমানসহ অভিযানে সেনা ও পুলিশের বিশেষ টিম অংশ নেয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ এক নারীকে আটক করা হয়। দীর্ঘদিন থেকে সে ও তার স্বামী মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে তথ্য পাওয়া যায়। আটককৃত নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।

পাঠকের মতামত

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...