কক্সবাজারের ৯ ইউপির ৮৭টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পঞ্চম দফায় অনুষ্ঠিত এ নির্বাচনে শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হোসেন জানান, কক্সবাজার সদর উপজেলার ৪টি এবং রামু উপজেলার ৫টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এ পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে বিপুল সংখ্যক ভোটারকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিতে করতে দেখে গেছে। এসব ভোটার এবং প্রার্থী পক্ষেও এ পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, কক্সবাজার সদরের ঝিলংজা, পিএমখালী, ভারুয়াখালী ও খুরুশকুল ইউনিয়ন এবং রামু উপজেলার ঈদগড়, গর্জনিয়া, কাউয়ারখোপ, কচ্ছপিয়া ও রশিদনগর ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ ৯ ইউনিয়নে ১ লাখ ৪১ হাজার ৪১২ জন ভোটার রয়েছেন। মোট প্রার্থীর সংখ্যা ৪৫৩ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মহেশখালী কক্সবাজার নৌপথে মহেশখালীগামী একটি গামবোট দুর্ঘটনায় বোট থেকে পড়ে দুই যাত্রী নিখোঁজ হয়েছে বলে ...
পাঠকের মতামত