এইচএসসি পাসে নিয়োগ দিচ্ছে প্রত্যাশা ফাউন্ডেশন, কর্ম এলাকা কক্সবাজার
Career Opportunities in Prottasha The Prottasha Foundation, in collaboration with the International Organization for Migration ...
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুশীলন। প্রতিষ্ঠানটিতে ‘ফিল্ড সুপারভাজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
ফিল্ড সুপারভাজার।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
কর্মস্থল
কক্সবাজার, রাম ও টেকনাফ ।
বেতন
৩ড়,০০০-৩৫,০০০/-টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও অন্যান্য প্রয়োজনীয় কাজগপত্র সহ নিম্নোক্ত ঠিকানায় আবেদন করতে হবে। অথবা সিভি ইমেইল করতে পারবেন ([email protected]) এই ঠিকানায়।
ঠিকানা : প্রধান- এইচআর সেল, সুশীলন, হেড অফিস-১৫৫ জেল সরণী, কমার্সিয়াল কাম রেসিডেন্সিয়াল এরিয়া, রায়েরমহল, বয়রা, খুলনা।
আবেদনের শেষ তারিখ
৬ ডিসেম্বর, ২০২৪।
সূত্র : বিডিজবস
পাঠকের মতামত