প্রকাশিত: ০৭/০৬/২০১৬ ১:২৫ পিএম

sheikh-hasinaনিউজ ডেস্ক::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যায় জড়িতরা রেহাই পাবে না। নৃশংস এ খুনে জড়িতদের বিচারের মুখোমুখি করতে চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (৬ জুন) সন্ধ্যায় সৌদি আরবের মদিনা হিল্টন হোটেলে প্রবাসী বাঙালিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ওই হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।

গত রোববার (৫ জুন) চট্টগ্রামে পুলিশের এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে ছুরিকাঘাত করে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

শেখ হাসিনা বলেন, ‘সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সুদৃঢ়। আমরা চাই না বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটুক। তবুও বিক্ষিপ্ত ঘটনা ঘটে যাচ্ছে। এটা অত্যন্ত কাপুরুষোচিত কাজ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটল। পুলিশ অফিসারের স্ত্রীকে হত্যা করা হলো। তার তো কোনো দোষ ছিলো না। বাচ্চার সামনে থেকে টেনে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।’

সরকারের সন্ত্রাসবিরোধী অবস্থানের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘সবার সঙ্গে আমাদের সুসম্পর্ক বিশেষ করে সৌদি আরবের সঙ্গে। সৌদি আরব যেসব পদক্ষেপ নিয়েছে যেমন আন্তর্জাতিক পর্যায়ে কাউন্টার টেরোরিজমের যে পদক্ষেপ, আমরা সেখানে সমর্থন করেছি।’

বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা দেখছেন যে, বাংলাদেশকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি। আপনারা নিজেরাও উপলব্ধি করতে পারছেন, আমরা বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছি। এখন আর কেউ বাংলাদেশকে অবহেলার চোখে দেখে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দরিদ্র বলে কেউ আর গালি দিতে পারবে না। আমরা দারিদ্র্যসীমা থেকে উঠে আসার পথে অনেক দূর এগিয়ে গেছি। আমাদের আরও এগিয়ে যেতে হবে।’

অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের অর্থনীতি এখন খুবই ভালো অবস্থায় আছে। বাংলাদেশের মানুষের অবস্থা এখন অনেক ভালো। দারিদ্র্যের হার অনেকটা কমে গেছে। রিজার্ভ, মাথাপিছু আয় বেড়েছে।’

অনুষ্ঠানে প্রবাসী বাঙালিদের কয়েকজনও বক্তব্য রাখেন। গত শুক্রবার (৩ জুন) সরকারি সফরে সৌদি আরব যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঠকের মতামত

সভাপতি- রশিদ আহমদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষনার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে ...

আজহারীর পরবর্তী মাহফিল যে স্থানে

সিলেটে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।আগামীকাল বৃহস্পতিবার আনজুমানে খেদমতে কুরআন আয়োজিত ৩৬তম তাফসিরুল ...