প্রকাশিত: ০২/০২/২০১৮ ৮:৩৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:১৩ এএম

নিউজ ডেস্ক::
এসএসসি পরীক্ষা দিতে গিয়ে প্রেমিকের হাত ধরে এক শিক্ষার্থী পালিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে নওগাঁর মান্দা উপজেলায় এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই শিক্ষার্থী উপজেলার বাথইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং একই গ্রামে বাড়ি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মান্দা উপজেলায় এসএসসি সমমান পরীক্ষার কেন্দ্র ১০টি। এর মধ্যে কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় একটি। উপজেলার বাথইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন্দ্রে ছিল ওই বিদ্যালয়টি।

পরীক্ষায় অংশ নিতে সকালে ওই ছাত্রী তার সহপাঠীদের সঙ্গে কেন্দ্রে আসে। কেন্দ্রে আসার কোনো এক সময় কাউকে না জানিয়ে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। যার সঙ্গে পালিয়ে গেছে তার স্ত্রী ও সংসার আছে বলেও জানা গেছে।

বাথইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বলেন, স্কুলের অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে ওই ছাত্রীর কেন্দ্রে যাওয়ার কথা ছিল। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথেই সে উধাও হয়ে যায়।

পাঠকের মতামত

পলিথিন মজুত বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা: র‍্যাবের হুঁশিয়ারি

পলিথিন ব্যাগ ব্যবহার রোধে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। এই কার্যক্রমের অংশ ...