প্রকাশিত: ০৮/০৬/২০১৬ ৫:২৩ পিএম

2220140320192008উখিয়া নিউজ ডেস্ক::

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জেরা অব্যাহত রেখেছেন আদালত।
আজ বুধবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দারের আদালতে এ মামলায় তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মঞ্জিল মোর্শেদের জেরার জন্য দিন ধার্য ছিল। সকালে তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হলে সংসদ সদস্য বদির পক্ষের আইনজীবীরা জেরা করেন। জেরা শেষ না হওয়ায় বিচারক আগামী ১৫ জুন বাকি জেরার জন্য দিন রেখেছেন। জেরার সময় সংসদ সদস্য বদি আজ আদালতে হাজির ছিলেন।

২০১৪ সালের ২১ আগস্ট প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বদির বিরুদ্ধে দুদকের উপপরিচালক মোহাম্মদ আবদুস সোবহান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
গত বছরের ৭ মে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মঞ্জিল মোর্শেদ মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে বদির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে, আবদুর রহমান বদির বিরুদ্ধে ছয় কোটি ৩৩ লাখ ৯৪২ টাকার অবৈধ সম্পদের তথ্য তুলে ধরা হয়েছে।
এর মধ্যে বলা হয়েছে, বদি দুদকের কাছে তিন কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ২৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
এ মামলায় ২০১৪ সালের ১২ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক সংসদ সদস্যের জামিন নাকচ করে কারাগারে পাঠান।উখিয়া নিউজ ডটকম
পরবর্তী সময়ে ২০১৪ সালের ২৭ অক্টোবর বদিকে ছয় মাসের জামিন দেন বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ।এনটিভি

পাঠকের মতামত

ঐক্যবদ্ধ থেকে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে ১ ঘণ্টাও লাগবে না :মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আবহমানকাল থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা মুসলিম, ...

সোশ্যাল ইসলামী ব্যাংকের দেড় কোটি টাকার কক্সবাজারে সম্মেলন পরিকল্পনা নাকচ কেন্দ্রীয় ব্যাংকের

টিবিএস:: চরম তারল্য সংকট সত্ত্বেও প্রায় দেড় কোটি টাকা খরচ করে কক্সবাজার সমুদ্র সৈকতে অ্যানুয়াল ...

সভাপতি- রশিদ আহমদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষনার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে ...