
মোঃ শহিদ, উখিয়া::
উখিয়ার ২ ইস্ট রোহিঙ্গা ক্যাম্প থেকে ৯ হাজার ৬ শত পিস ইয়াবাসহ ১ রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে ক্যাম্পে কর্মরত ১৪ এপিবিএনের সদস্যরা।
১০ সেপ্টেম্বর রাত ১ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
আটকৃত আসামি হলেন, ২ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের মৃত আলি আহাম্মদের ছেলে, সৈয়দ আলম (৩৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক।
উখিয়া নিউজকে জানান, গোপন সংবাদে জানা যায়, ১ রোহিঙ্গা শরণার্থীর বসতঘরে মাদক (ইয়াবা) রয়েছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে সহকারী পুলিশ সুপার, জনাব এ,কে,এম এমরানুল হক মারুফ (সরকারী ক্যাম্প কমান্ডার) এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ)/জনাব হরেন্দ্রণাথ সরকার (পিপিএম), এসআই (নিঃ)/১৪০৪২ মোঃ রিপন মিয়া এবং সঙ্গীয় ফোর্স বর্ণিত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে এর বসতঘরের দরজার সাথে লাগানো ভেতরে বেড়ার সাথে ঝুলানো অবস্থায় একটি কালো পলিথিনের মধ্যে ধুসর কাগজে মোড়ানো অবস্থায় ইয়াবা গুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত মাদক কথিত ইয়াবাসহ উখিয়া থানায় প্রেরণ এবং পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত