প্রকাশিত: ২৪/০৮/২০১৭ ৭:৩৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৯ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার জনবহুল স্টেশন উখিয়া সদর, কোটবাজার, মরিচ্যা স্টেশনব্যাপী যত্রতত্র গাড়ি পার্কিং এবং যাত্রী উঠানামার ফলে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। সেই সাথে যাত্রীদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ। যানজট নিরসনে লক্ষে উওজেলায় একজন ট্রাফিক নিয়োগ করা হলে ও কালেভদ্রে তার দেখা মিলে। সরেজমিনে দেখা যায়, উখিয়া উপজেলার কক্সবাজার-টেকনাফ মহাসড়কে উখিয়া সদর, সদরের গরু বাজারস্থ রোড়, কোটবাজারে চৌরাস্তার মাথা, কোটবাজার-ইনানী সৈকত রোড়, ভালুকিয়া রোড, মরিচ্যা বাজার স্টেশন, বাজারের পাতাবাড়ি রাস্তার মাথাসহ যত্রতত্র অটো রিকশা, টমটম, সিএনজি গাড়ি পার্কিং করে যাত্রী উঠানামা করা হচ্ছে। প্রশাসন কতৃক গাড়ি পার্কিং এবং যাত্রী উঠানামার নির্দিষ্ট স্থান চিহ্নিত থাকলে ও তা মানা হচ্ছে না। ফলস্বরূপ সাধারণ পথ যাত্রীসহ স্কুল, মাদ্রাসা, কলেজগামী শিক্ষার্থীর মাঝে দুর্ঘটনা আতংক বিরাজ করছে। এছাড়া ও ব্যবসায়ীরা যত্রতত্র গাড়ি পার্কিং এবং যাত্রী উঠানামার ফলে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জানা গেছে, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন ইতিপূর্বে যানজট নিরসনের লক্ষে একাধিকবার ফুটপাতের দখলবাজদের উচ্ছেদ করেছেন। এছাড়া ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে স্টেশনের ওপরে যেকোনো ধরনের যানবাহন পার্কিং না করার জন্য বিধি নিষেধ আরোপ করেন এবং একাধিক বার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে চালকদের সতর্ক করেন। কক্সবাজার-টেকনাফ মহাসড়কের নিয়োগপ্রাপ্ত লাইনম্যানদের অসহযোগিতা এবং চালকদের কাছ থেকে চাঁদাবাজি এই দুরাবস্থার কারণ বলে জানা গেছে। উখিয়া সদরের ব্যবসায়ী নুরুল ইসলাম সওদাগর বলেন, দোকানের সামনে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও যত্রতত্র গাড়ি পার্কিং তাদের ব্যবসার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। চালকরা কোনরূপ বাধানিষেধ মানছে না। আর ট্রাফিক পুলিশের সকালে দেখা মিললে দুপুরের পর আর দেখা মিলে না। কোটবাজার-ইনানী সৈকত রোড়ের রাজ মোবাইল সিটির স্বত্বাধিকারী শরিফ মাহমুদ শাহজাদা জানান, সৈকত রোড় পর্যটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক হলেও টমটম, অটো রিকশার যত্রতত্র পার্কিং করায় পর্যটকসহ সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। সে সাথে ব্যবসায়ী ক্ষতির দিক ও রয়েছে। এছাড়া স্টেশনে মাঝে মধ্যেই ট্রাফিক পুলিশ দেখা যায়। গুরুত্বপূর্ণ স্টেশনে ট্রাফিক পুলিশ দেয়ার দাবি জানান তিনি

পাঠকের মতামত

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...