প্রকাশিত: ০৪/০১/২০২২ ৯:২৪ এএম

কক্সবাজারের উখিয়া থানা পুলিশ পৃথক দুইটি অভিযান চালিয়ে ১ টি দেশীয় তৈরী এলজী বন্দুক, ১ টি রাম’দা, ১ টি চাকু, ২৮ বোতল বিদেশি মদ,৮০ টি বিয়ার ক্যান, সাড়ে নয় লিটার চোলাই মদ ও মোট ৪ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় দুজনকে গ্রেফতার করা হয়।

৩ জানুয়ারী সোমবার এ অভিযান চালানো হয়।

উখিয়া থানা পুলিশ জানায়,৩ জানুয়ারী উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউপিস্থ পশ্চিশ পাগলির বিল এলাকা হতে আলাউদ্দিন (৩৩)তে গ্রেফতার করে। এসময় তার হেফাজত হতে ১ টি দেশীয় তৈরী এলজি বন্দুক, ১টি রাম‘দা, ১ টি চাকু ও ২, ২০০ (দুই হাজার দুইশত) পিস ইয়াবা উদ্ধার করে।

এ্কইদিন অপর অভিযানে রাজাপালং ইউপিস্থ হাজামপাড়া এলাকা হতে মোহাম্মদ আলী (৪৫)কে গ্রেফতার করে পুলিশ। এসময় তার হেফাজত হতে ২৮ বোতল বিদেশি মদ, ৮০টি বিয়ার ক্যান, সাড়ে নয় লিটার চোলাই মদ ও ২,২০০ (দুই হাজার দুইশত) পিস ইয়াবা উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

উখিয়া থানা ওসি জানায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: নারীসহ দুইজন গ্রেফতার

কক্সবাজারে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে প্রশ্নফাঁসে জড়িত সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার ...

হোয়াইক্যংয়ে গুলিবিদ্ধ জেলে, স্থানীয়দের নিরাপদে থাকার আহ্বান

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে হোয়াইক্যংয়ে উত্তরপাড়া সীমান্তে এ ঘটনা ...