প্রকাশিত: ২১/০৪/২০১৭ ১০:৪২ পিএম

হুমায়ুন কবির জুশান, উখিয়া ::
আগামী জাতীয় সংসদ নির্বাচনের এখনো প্রায় দেড় বছরের বেশি সময় বাকি। এরই মধ্যে কক্সবাজার ৪ উখিয়া টেকনাফ আসনে ক্ষমতাসীন আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা কৌশলে এগোচ্ছেন। অনেকে নির্বাচনকে সামনে রেখে তাদের প্রচারণা শুরু করে দিয়েছেন। তৃণমুলের নেতাকর্মীদের সংগঠিত করতে উখিয়া টেকনাফের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে সভা-সমাবেশ ও মানব বন্ধন করে মাঠ দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানব বন্ধন করে আলোচনায় এসেছেন,টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী। তার সাথে রয়েছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহ আলম চৌধুরী রাজা (প্রকাশ রাজা শাহ আলম), উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কবি আদিল উদ্দিন চৌধুরী। তারা ইয়াবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলেছেন, যারা ক্ষমতায় আছেন তারাই ইয়াবা ব্যবসায় জড়িত। গড়ফাদারদের ধরে ক্রসফায়ার দিলেই দেশ শান্তি ও ইয়াবা বন্ধ হবে। এই ইয়াবা দেশ ও জাতীকে ধ্বংস করে দিয়েছে। অপরদিকে বর্তমান উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক হামিদুল হক চৌধুরী রোহিঙ্গা ইস্যুতে সভা সমাবেশ ও উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে উখিয়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে শিক্ষিত যুব সমাজকে ঐক্যবদ্ধ করে পরিচ্ছন্ন নেতৃত্ব পেতে হলে যুব সমাজকে দেশ ও জাতীর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। আওয়ামীলীগের একটি গ্র“প বর্তমান সাংসদের বিরুদ্ধে সাধারণ মানুষের মাঝে বলে বেড়াচ্ছেন, অবৈধ সম্পদ অর্জনের দুদকের মামলায় আব্দুর রহমান বদিকে তিন বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। তাছাড়া নানা বিতর্কের কারণে এবার তিনি আওয়ামীলীগের মনোনয়ন না পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সাধারণ খেটে খাওয়া মানুষগুলো এসব কথা মানতে নারাজ। ১৯৯৬ সালের নির্বাচনে উখিয়া টেকনাফ আসনে বিএনপির মনোনয়ন পান আব্দুর রহমান বদি। নির্বাচনের কিছুদিন আগে তার সেই মনোনয়ন কেড়ে নেওয়া হয়। এতেই বেঁেক বসেন বদি। যোগ দেন আওয়ামীলীগে। আওয়ামীলীগে এসে নৌকা প্রতীকের জন্য শুরু করেন জোর লবিং । ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর টেকনাফ সদরকে পৌরসভা ঘোষণা করা হয়। ১৯৯৮ সালের দিকে আওয়ামীলীগ নেতাদের সহায়তায় হন সেই পৌরসভার প্রশাসক। এমপি পদে দলীয় মনোনয়ন না পেয়ে বদি ২০০২ সালে টেকনাফ পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০০৮ সালে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েই নির্বাচিত হন সংসদ সদস্য। এর পর থেকেই বদির জনপ্রিয়তা যেমন রয়েছে তেমনি রয়েছে দুর্নাম। দেখা যাক সামনের দিকে।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...