উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/১০/২০২২ ২:০৬ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩৬ হাজার পিস ইয়াবাসহ সাত রোহিঙ্গাকে গ্রেফতার করেছেন ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে ৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো-উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ছলিম, লালুর স্ত্রী নুর বাহার (৪১) ও তার দুই ছেলে। তারা ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এছাড়া উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত সালেহ আহমদের ছেলে দিলদার হোসেন (৪০), নুর আলীর ছেলে খায়রুল আমিন (২২), উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮-ওয়েস্টের বাসিন্দা হোসেনের ছেলে ইমাম হোসেন (২৫)।

সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, মাদক পাচারের খবরে বৃহস্পতিবার দুপুরে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয়। এ সময় ওই সাত মাদক পাচারকারী রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে তাদের তল্লাশি চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ...

অন্যের নামে সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে না, কঠোর অবস্থানে প্রশাসন

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ...

রোহিঙ্গা ক্যাম্পে অনুমতিহীন টার্ফ নির্মাণ, নিরাপত্তা ঝুঁকি ও সংঘাতের আশঙ্কা

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় অত্রযত্র অনুমোদনবিহীন ফুটবল টার্ফ গড়ে উঠছে। প্রয়োজনীয় প্রশাসনিক ...