কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন: ৯ পদে দুইডজন প্রার্থী!
শ.ম.গফুর: উখিয়ার রোহিঙ্গা অধ্যুষিত বৃহত্তর বাজার কুতুপালং। এ বাজারে রয়েছে অন্তত ছোট-বড় অর্ধ সহস্রাধিক ব্যবসা ...
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়া পাড়া গ্রামে র্যাব-৭ অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য সহ এক মাদক পাচারকারীকে আটক করেছে । র্যাব-৭ কোম্পানী কমান্ডার রহুল আমিনের নেতৃত্বে এ্কদল র্যাব সোমবার সন্ধ্যায় ফলিয়াপাড়া গ্রামের আবু ছৈয়দ সওদাগরের বাড়ীতে অভিযান চালিয়ে ২১৫বোতল বিদেশী মদ, ৩৪৬ক্যান বিয়ার, ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ মিজানুর রহমান কে আটক করে। আটককৃত যুবক র্যাবের হেফাজতে রয়েছে । রাতে উখিয়া থানায় পাঠিয়ে দেওয়া হবে বলে র্যাব কর্মকর্তা উখিয়া নিউজ ডটকমকে জানান ।
পাঠকের মতামত