প্রকাশিত: ২৪/০২/২০১৭ ৯:২৪ পিএম
কনক বড়ুয়া, উখিয়া::
উখিয়ার অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান ঐতিহ্য সম্পন্ন পুরাতন রুমখা ত্রিরত্ন বৌদ্ধ বিহারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ভাবগম্ভীর পরিবেশে বৃহস্পতিবার ও শুক্রবার(২৩ ও ২৪ ফেব্রুয়ারী) দুদিন ব্যপী ভদন্ত জ্যোতিপ্রিয় ভিক্ষুর “স্থবির অভিধা বরণ ও বৌদ্ধ মহাসম্মেলন’১৭ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত দিনব্যাপী এই মহতী পূণ্যানুষ্ঠানে উপ-সংঘরাজ একুশে পদকপ্রাপ্ত পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র সভাপতিত্বে উপস্থিত পূণ্যার্থী ও জগতের সকল প্রাণীর মঙ্গলার্থে ধর্মীয় দেশনা প্রধান করেন মহাসদ্ধর্ম জ্যোতিকাধ্বজ্ব ভদন্ত বসুমিত্র মহাথের ও অধ্যাপক ড. জিনবোধি মহাথের সহ আরো প্রাজ্ঞ পন্ডিত ভিক্ষুগণ। ধর্ম দেশনায় ভিক্ষুগণ ‘সাধু কাকে বলে?’ প্রশ্ন তুলে বলেন- যারা সৎ কাজ করেন, যারা কুশল কাজ করেন, যারা সৎ পথে চলেন তাদেরই সাধু বলে। ভান্তের দেশনায় আরো বলেন- পূজনীয় কে পূজা করো, মাতা-পিতাকে পূজা করো, বোধিবৃক্ষকে পূজা করো। এসময় অনুষ্টানে উপস্থিত ছিলেন উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির কার্যকরি সভাপতি এস ধর্মপাল মহাথের, বিমলজ্যোতি মহাথের, ইন্দ্রবংশ মহাথের, শাসনপ্রিয় থের, শুভানন্দ মহাথের, জ্যোতি প্রজ্ঞা থের, জ্যোতি লংকার থের সহ প্রাজ্ঞ পন্ডিত ভিক্ষুগণ। সমাজকর্মী মিলন বড়ুয়া সূত্রে জানা যায়, ভদন্ত জ্যোতিপ্রিয় ভিক্ষু দীর্ঘদিন যাবৎ পুরাতন রুমখা ত্রিরত্ন বৌদ্ধ বিহারে উন্নয়নমূলক কর্মকান্ড এবং ধর্মীয় শিক্ষায় উৎসাহ দিয়ে আসছেন অত্র বিহারের সকল দায়ক-দায়িকাদের। এছাড়া ভান্তে বর্তমান উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারন সম্পাদক এবং পুরাতন রুমখা ত্রিরত্ন বৌদ্ধ বিহারের সুযোগ্য প্রধান পরিচালকও। অনুষ্ঠান সঞ্চালনা করেন জ্যোতি কল্যাণ ভিক্ষু, জ্যোতিঃরক্ষিত ভিক্ষু, জ্যোতিঃআর্য ভিক্ষু।

পাঠকের মতামত

কক্সবাজার জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প থেকে ৪৪০৯ জনের নাম বাতিল

কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে (খুরুশকুল) পুনর্বাসনের চার হাজার ৪০৯ জনের তালিকা বাতিল করা হয়েছে। ...

জনগণ সচেতন হলে মব-চাঁদাবাজি বন্ধ হবে: কক্সবাজারে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স ...

আজ ১২ ঘন্টার সফরে কক্সবাজারে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ...