নির্যাতিত জননেতা শাহজালাল চৌধুরী ১০ বছর পর আমেরিকায়
ফ্যাসিস্ট সরকারের আমলে মিথ্যা মামলা ও কারাভোগের শিকার সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান ও কক্সবাজার আইনজীবী ...
শফিক আজাদ,উখিয়াঃঃ
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোষ্টে দায়িত্বরত বিজিবির সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারগামী একটি যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে ১টি বুদ্ধমুর্তি সহ একজন ভিক্ষুকে আটক করেছে। মরিচ্যা যৌথ চেকপোষ্টের সুবেদার জিন্নাত আলী সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বুদ্ধমুর্তি সহ একজন ভিক্ষুকে আটক করা হয়েছে। আটককৃত ভিক্ষু পার্বত্য রাঙ্গামাটি জেলার রাজসতলি এলাকার ছইমং মার্মার ছেলে প্রুসাংসি মার্মা (৩২)।
পাঠকের মতামত