মিয়ানমারের গুলিবর্ষণ, টেকনাফ সীমান্তে চরম উদ্বেগ
কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী মিয়ানমারের এলাকায় মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়েছে। শনিবার ভোর থেকে ...
শফিক আজাদ,উখিয়াঃঃ
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোষ্টে দায়িত্বরত বিজিবির সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারগামী একটি যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে ১টি বুদ্ধমুর্তি সহ একজন ভিক্ষুকে আটক করেছে। মরিচ্যা যৌথ চেকপোষ্টের সুবেদার জিন্নাত আলী সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বুদ্ধমুর্তি সহ একজন ভিক্ষুকে আটক করা হয়েছে। আটককৃত ভিক্ষু পার্বত্য রাঙ্গামাটি জেলার রাজসতলি এলাকার ছইমং মার্মার ছেলে প্রুসাংসি মার্মা (৩২)।
পাঠকের মতামত