প্রকাশিত: ৩০/০৭/২০১৭ ১০:১২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫৭ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়া উপজেলার হলদিয়া পালং গ্রামের কবির আহম্মদের ছেলে সাঈদুর রহমান (২৩) কে গতকাল রোববার সকাল ৮ টার দিকে সোনার পাড়া বাজারস্থ জব্বরিয়া হোটেল থেকে আটক করা হয়। সে ওই হোটেলের সুপার ভাইজার বলে জানা গেছে। উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের জানান, ফেসবুক ষ্টাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিকৃতি করে একটি ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়। যা নিয়ে উখিয়ার সর্বত্রে তোলপাড় সৃষ্টি হয়। এ সূত্র ধরে সোনার পাড়া জব্বারিয়া হোটেলের সুপার ভাইজার সাঈদুর রহমানকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, এব্যাপারে তার বিরুদ্ধে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত