প্রকাশিত: ০৩/০৭/২০২২ ১০:১৫ এএম , আপডেট: ০৩/০৭/২০২২ ১০:১৬ এএম

রফিকুল ইসলাম, উখিয়াঃ
উখিয়া থানা পুলিশ এক রোহিঙ্গা ইয়াবা এজেন্টকে আটক করেছে। আটক শফিউল্লাহ দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে লক্ষ লক্ষ পিস ইয়াবা এনে বাংলাদেশে পাচার করে আসছিল। গতকাল শনিবার রাতে ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আটক ইয়াবা গডফাদার শফিউল্লাহ (৩৮) উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ১/ডব্লিউ ক্যাম্পের ই/২ ব্লকের আবদুস সালামের ছেলে।
শনিবার রাত ১০ টার দিকে এপিবিএন পুলিশের সহযোগিতায় তাকে ক্যাম্প হতে আটক করা হয়।

আটক রোহিঙ্গাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদে সে ইয়াবা পাচারের কথা স্বীকার করে বলে ওসি জানান। আসামির স্বীকারোক্তি অনুযায়ী ওসির নেতৃত্বে উখিয়া থানা পুলিশের একটি টিম আসামীসহ ইয়াবা উদ্ধার অভিযানে যায়।

আটক আসামীর দেখানো মতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ পাতাবাড়ীর পাহাড়ী এলাকার মাটির নিচে পুঁতে রাখা অবস্থা থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আটক আসামী মিয়ানমারের সাথে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের এজেন্ট হিসেবে কাজ করছে।

আটক শফিউল্লাহ প্রতি মাসে অন্তত ৩৫ – ৪০ লক্ষ পিস ইয়াবা মিয়ানমার থেকে পাচার করে এনে বাংলাদেশে বাজারজাত করে আসতো। তার পাচারকৃত ইয়াবার মূল্য ১০০-১২০ কোটি টাকার মত বলে ওসি শেখ মোহাম্মদ আলী জানান।

পাঠকের মতামত

উখিয়া সমিতির শোকসাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই আকতার আহমদ সওদাগরের দাফন সম্পন্ন

কক্সবাজারস্থ উখিয়া সমিতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছে যে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকতার ...