প্রকাশিত: ২৩/০৪/২০২১ ৫:৪৭ পিএম

আবদুল্লাহ আল আজিজ::
উখিয়া থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

২৩ এপ্রিল (শুক্রবার) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছে ৭ হাজার ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪০ হাজার ৫শ টাকা উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।

আটককৃত নারী মাদক কারবারি হলেন, রাজাপালং ইউনিয়নের মুহুরীপাড়া এলাকার জালাল উদ্দিনের স্ত্রী তাহমিনা আক্তার।

জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযানে গেলে ইয়াবা ও নগদ টাকাসহ তাকে আটক করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, আটক নারী মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

পাঠকের মতামত

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ড্রাইভার রঞ্জনের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি

কক্সবাজার দক্ষিণ বন বিভাগ সরকারি গাড়িচালক রঞ্জন কুমার মজুমদারের বিরুদ্ধে তিন সদস্যের একটি তদন্ত কমিটি ...

রোহিঙ্গাদের জন্য ১১.২ মিলিয়ন ডলারের এলপিজি সহায়তা দেবে যুক্তরাজ্য-কাতার

রোহিঙ্গা শরণার্থীদের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে ১১.২ মিলিয়ন ডলার তহবিলের যৌথ ঘোষণা দিয়েছে ...