প্রকাশিত: ২৩/০৪/২০২১ ৫:৪৭ পিএম

আবদুল্লাহ আল আজিজ::
উখিয়া থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

২৩ এপ্রিল (শুক্রবার) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছে ৭ হাজার ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪০ হাজার ৫শ টাকা উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।

আটককৃত নারী মাদক কারবারি হলেন, রাজাপালং ইউনিয়নের মুহুরীপাড়া এলাকার জালাল উদ্দিনের স্ত্রী তাহমিনা আক্তার।

জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযানে গেলে ইয়াবা ও নগদ টাকাসহ তাকে আটক করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, আটক নারী মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

পাঠকের মতামত

সেই ৫৩ জন সশস্ত্র রোহিঙ্গার বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা

কক্সবাজার-টেকনাফের নাফনদী সংলগ্ন সীমান্ত পয়েন্ট থেকে আটক মিয়ানমার রাখাইন রাজ্য দু’পক্ষের সংঘাতের জেরে বাংলাদেশ সীমান্তে ...

আরাকান আর্মি বাড়াবাড়ি করছে, সরকারকে সমুচিত জবাব দিতে হবে

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির কারণে উখিয়া-টেকনাফ সীমান্তের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন ...