প্রকাশিত: ২৮/০৬/২০১৬ ১০:৩৮ পিএম

এম বশর চৌধুরী উখিয়াঃঃ

কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আবুল বশর (৩৩) কে একটি ধর্ষন মামলায় জড়িত সন্ধেহে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন উখিয়া থানা পুলিশ। সে মনখালী গ্রামের আব্দুল্যাহর ছেলে। ২৮ জুন দুপুরে পুলিশ তাকে আটক করে।

অভিযোগে প্রকাশ, গত ২৮ জানুয়ারী রাত ১০ টার দিকে মনখালী পূর্বপাড়া গ্রামের আলী আহমদ বলির ছেলে মোঃ রাশেল (২৭) সহ একদল দূর্বৃত্ত একই গ্রামের ১৪ বছর বয়সী এক শিশু কন্যাকে অপহরনের পর মনখালী ঝাউ বাগানের সমুদ্র চরে নিয়ে ধর্ষন করে। উক্ত ঘটনায় ধর্ষিতার মাতা থানায় মামলা করে। মামলা দায়েরের পূর্বে গ্রাম পুলিশ আবুল বশর ধর্ষন ঘটনা দেরি হয়ে গেছে, মামলা দূর্বল হয়ে যাবে অজুহাত তুলে ধর্ষিতাকে বিভিন্ন ভাবে ফুসলাইয়া উখিয়া সদরের একটি আবাসিক হোটেলে নিয়া পুনরায় ধর্ষন করে। ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার পর পরীক্ষা রিপোর্টে ধর্ষন ঘটনার ভিন্নমত পাওয়ায় ধর্ষিতার জবানবন্দী অনুযায়ী পুলিশ তাকে আটক করে। ধর্ষিতা এবং তার পরিবারের লোকজন এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ব্যাপারে জানতে চাওয়া হলে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান জানান, ধর্ষন মামলার একজন আসামীকে আটক করে ইতিপূর্বে আদালতে প্রেরন করা হয়েছে। উক্ত মামলায় সন্ধিগ্ধ হিসাবে গ্রাম পুলিশ আবুল বশর কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পাঠকের মতামত

টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ...

অন্যের নামে সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে না, কঠোর অবস্থানে প্রশাসন

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ...

রোহিঙ্গা ক্যাম্পে অনুমতিহীন টার্ফ নির্মাণ, নিরাপত্তা ঝুঁকি ও সংঘাতের আশঙ্কা

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় অত্রযত্র অনুমোদনবিহীন ফুটবল টার্ফ গড়ে উঠছে। প্রয়োজনীয় প্রশাসনিক ...