প্রকাশিত: ১৫/০১/২০১৭ ১০:৫৯ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া ::

কক্সবাজারের উখিয়ায় গলায় ফাঁস লাগিয়ে এক সন্তানের জননী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল রবিবার দুপুরে হলদিয়া পালং ইউনিয়নের জাম বাগান এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী বলেন, উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের জাম বাগান এলাকার সাইফুদ্দিনের সাথে পার্শ্ববর্তী গ্রামের মেয়ে তসলিমা আক্তারের সাথে বিয়ে হয়েছিল প্রায় দেড় বছর আগে। প্রায় দেড় বছরের সংসার জীবন কোনরকম চালিয়ে যাচ্ছিল। সংসারে আর্থিক দৈনতার কারণে দাম্পত্য জীবনে অশান্তি লেগেই থাকত। স্বামী রিক্সা চালিয়ে যা আয় করে তা দিয়ে তাদের সংসার মোটামুটি চলছিল। গতকাল রবিবার সকালে সাইফুদ্দিন রিক্সা চালাতে মরিচ্যা বাজারে আসেন। স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী তসলিমা আক্তার (২২), গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তাদের সংসারে ৮মাসের ১টি শিশু রয়েছে। বাড়ীর পাশ্ববর্তী লোকজন অনেক ডাকাডাকির পর ঘর থেকে বের না হওয়ায় দরজা ভেঙ্গে তসলিমাকে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। স্থানীয় লোকজন উখিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তাররা মৃত্যু ঘোষনা করেন। উখিয়া থানার ওসি আবুল খায়ের আত্মহত্যার কথা স্বীকার করেন।

পাঠকের মতামত

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...