আরাকান আর্মিকে খাদ্য জোগান দিচ্ছে চোরাকারবারিরা
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির জন্য ৯০০ বস্তা সিমেন্ট নিয়ে গত ৮ সেপ্টেম্বর বরিশাল ...
রিদুয়ানুর রহমান, উখিয়া::
প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে উখিয়া উপজেলার পাচঁ ইউনিয়নের বিভিন্ন এলাকা। ৬ জুলাই বৃহস্পতিবার উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা বিএনপি সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা সরওয়ার জাহান চৌধুরী।
পরিদর্শনকালে তিনি স্থানীয়দের জানান, আকস্মিক বন্যার ফলে উপজেলাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি, গ্রামীণ এলাকার সড়ক, পানের বরজ, গবাদি পশুর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। অনেকের পুকুর ভরা মাছ বন্যার পানিতে বাধ ভেঙ্গে চলে গেছে। এমনকি আমার মাছের প্রজেক্ট থেকেও প্রায় ৫০-৬০ লাখ টাকার মাছ চলে গেছে। মানুষের দুর্যোগ মুহুর্তে অতিতেও পাশে থেকেছি ইনশাআল্লাহ বর্তমানও আছি এবং আগামীতেও থাকবো।
ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে আর্থিক সহায়তা প্রদান করবেন বলে আশ্যস্থ করেন তিনি।
পাঠকের মতামত