প্রকাশিত: ০৬/০২/২০১৭ ৭:২২ পিএম , আপডেট: ০৬/০২/২০১৭ ৭:২৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::

উখিয়ার দুটি কলেজে আসা যাওয়া করতে গিয়ে শিক্ষার্থীদের নিত্য দূর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে ছাত্রীদের গাড়ীতে উঠার জন্য ব্যস্ততম সড়কের পাশে ঝুঁকি নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। অথচ স্টেশনে একটি যাত্রী ছাউনি থাকলেও বখাটেদের অসহনীয় উৎপাতের কারণে তা ছাত্রীদের পক্ষে ব্যবহার করা সম্ভব হয়না বলে অভিযোগ উঠেছে।
মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী রোজিনা আক্তার উখিয়া নিউজ ডটকমকে জানান, এ কলেজটির উন্নত পরিবেশ ও পড়ালেখার গুণগত মানসম্পন্নতার কারণে দূরদুরান্তের ছাত্রীরা এখানে ভর্তি হয়। সে জানায়, কলেজ সড়কে অসহনীয় যানজটের কারণে ছাত্রীদের ঝুঁকি নিয়ে আসা যাওয়া করতে হচ্ছে। উখিয়া মধ্যম স্টেশন থেকে গরুর বাজারস্থ কলেজ ক্যাম্পস পর্যন্ত এক কিলোমিটার সড়ক যানজট মুক্ত করা হলে ছাত্রীরা নিরাপদে কলেজে আসা যাওয়া করতে পারত।
প্রথম বর্ষের আরেক ছাত্রী আসমা বেগম জানায়, কলেজ ছুটি শেষে নিজ বাড়ী কোটবাজার যাওয়ার জন্য তাদেরকে স্টেশনে লোকালয়ের ভিড়ে সড়কের পার্শ্বে দাড়িয়ে থাকতে হয় গাড়ীর জন্য। কিছু যানবাহন চালক সদয় হয়ে গাড়ীতে তুলে নিলেও স্পেশাল সার্ভিসের গাড়ী গুলো ছাত্রীদের উপর দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রশাসনের দায়িত্ব ও কর্তব্য বলে ওই ছাত্রী দাবী করেন।
মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী সাহাব উদ্দিন উখিয়া নিউজ ডটকমকে জানান, এ কলেজটি সরকারি করণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছেন। সরকারি করণের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। নির্বাহী আদেশ পাওয়া গেলে কলেজটি পূর্ণাঙ্গ সরকারি করণের পাশাপাশি ছাত্রছাত্রীরা সবধরনের সুবিধাদি গ্রহণ করতে পারবেন।
এদিকে উখিয়া ডিগ্রী কলেজটি স্টেশনের অদূরবর্তী এলাকায় প্রতিষ্ঠিত হওয়ার কারণে গাড়ীতে ওঠার জন্য শিক্ষার্থী আর যানবাহন চালকের মধ্যে নিয়মিত ঘটনা ঘটলেও তা স্থায়ী সামাধান হচ্ছে না। যে কারণে কলেজ শিক্ষার্থীদের বাসায় ফিরে যেতে দীর্ঘক্ষণ সড়কের পাশে অবস্থান করতে হয় বলে শিক্ষার্থীদের অভিযোগ।

পাঠকের মতামত

জামায়াত নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে জামাল উদ্দিন নামে জামায়াতের এক নেতাকে নিহত হয়েছেন। একই ঘটনায় ...

বিরোধী নেতাকে ‘রোহিঙ্গা’ প্রার্থী বলে ইঙ্গিত করলেন রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বলে ইঙ্গিত করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (৮ ...

বিয়ের দুদিন আগেই বরের দাফন

আগামী শুক্রবার বিয়ে। এ উপলক্ষে বর-কনের পরিবারে চলছিল জোর প্রস্তুতি। এদিকে বিয়ের পিড়িতে বসার উদ্দেশেই ...

নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের নাগরিকসহ আটক দুই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার ...

উখিয়া সমিতির শোকসাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই আকতার আহমদ সওদাগরের দাফন সম্পন্ন

কক্সবাজারস্থ উখিয়া সমিতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছে যে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকতার ...