প্রকাশিত: ২৩/০৪/২০১৭ ৮:০১ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদে সালিশী বৈঠকে বয়োবৃদ্ধকে হামলার ঘটনায় সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ হামলায় রবিস আহমদ নামের এক দিন মজুর গুরুতর আহত হয়েছে, আহতদের পরিবার স্থানীয় চেয়ারম্যান এবং ইউপি সদস্যকে দায়ী করেছেন।
এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। শনিবার বিকেল সাড়ে ৪টায় এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে রবিস আহমদ (৫৮) ও তার ভাই মৌলভী হোসেনের মধ্যে বসতভিটা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার হলদিয়ালং ইউনিয়ন পরিষদে উক্ত বিরোধ নিষ্পত্তি জন্য সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্থানীয় চেয়ারম্যান বিচার নিষ্পত্তি করে উভয় পক্ষকে চলে যাওয়ার জন্য বলিলে রবিস আহমদ, তার বোন রাবেয়া বেগম(৪৬)চলে যেতে চাইলে হঠাৎ চেয়ারম্যান শাহ আলম এবং মেম্বার মনজুর উঠে রবিসকে বেত্রাঘাত করিলে গুরুতর আহত হয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাঁর বোন রাবেয়া তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে আসে।
কর্তৃব্যরত ডাক্তার তাঁর অবস্থা বেগতিক দেখে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। হলদিয়া বনবিটের হেডম্যান আবুল কাশেম বলেন,চেয়ারম্যান এবং মেম্বার অন্যায় ভাবে আমার সামনে তাঁকে লাঠি দিয়ে আঘাত করেছে। সে আমার একজন ভিলিজার। আমি এর সুস্থু বিচার দাবী করছি।
এব্যাপারে জানার জন্য হলদিয়া ইউপি চেয়ারম্যান শাহ আলমের নিকট বারবার ফোন করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত

টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ...

অন্যের নামে সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে না, কঠোর অবস্থানে প্রশাসন

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ...

রোহিঙ্গা ক্যাম্পে অনুমতিহীন টার্ফ নির্মাণ, নিরাপত্তা ঝুঁকি ও সংঘাতের আশঙ্কা

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় অত্রযত্র অনুমোদনবিহীন ফুটবল টার্ফ গড়ে উঠছে। প্রয়োজনীয় প্রশাসনিক ...