এনআইডি করতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক
ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে শেরপুর জেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে এসে আমিন (৩৬) ...
উখিয়া সদরের ফোর স্টার ডেকোরেটর্স এর স্বত্বাধিকারী ও ৪নং রাজাপালং ইউনিয়ন বিএনপির সদস্য ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবাশ্বের আহমদকে (৪৫) ৮ হাজার পিস ইয়াবাসহ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পুলিশ রোববার রাতে আটক করেছে বলে উখিয়া থানার ওসি মোঃ হাবিবুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন। সে উখিয়া সদর মৌলভীপাড়া গ্রামের মৃত বশরত করিমের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক মোবাশ্বের একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী। সে দীর্ঘ দিন ধরে ইয়াবা চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। তার বিরুদ্ধে উখিয়াসহ একাধিক থানায় চোরাচালান, নাশকতার মামলার রয়েছে। সে ডেকোরেশন ব্যবসার আড়ালে রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘ দিন ধরে ইয়াবা পাচারসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পাঠকের মতামত