প্রকাশিত: ২৩/০৪/২০১৭ ১০:২৬ পিএম , আপডেট: ২৩/০৪/২০১৭ ১০:২৬ পিএম

ফারুক আহমদ, উখিয়া ::
উখিয়ার উত্তর পুকুরিয়া কাশিয়ার বিল খালে একটি ব্রীজের অভাবে ৫টি গ্রামের জনসাধারণ ও শত শত শিক্ষার্থী যাতায়ত করতে চরম দুর্ভোগ পোহাচ্ছে। দীর্ঘদিন ধরে ব্রীজ না থাকায় স্থানীয় ভাবে সাকুঁ তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে কচিকাঁচা শিক্ষার্থীরা। স্থানীয় নাগরিক সমাজ সরজমিন পরিদর্শন করে খালের উপর একটি ব্রীজ নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য ও জেলা নির্বাহী প্রকৌশলীর নিকট জোরদাবী জানিয়েছেন।
উপজেলার রাজাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর পুকুরিয়া, কাশিয়ার বিল, দক্ষিণ পুকুরিয়া, আলী মোড়া, গয়াল মারাসহ ৫টি গ্রামে ১৫ হাজারের অধিক লোকজন বসবাস করছে। এছাড়াও শত শত শিক্ষার্থী কলেজ, স্কুল ও মাদ্রাসায় অধ্যায়নরত রয়েছে। বর্ষার মৌসুমে অতিবর্ষন ও পাহাড়ী ঢলে উক্ত গ্রামের
স্থানীয় মুরব্বী হাজী নুরুল আলম জানান, কাশিয়ার বিল খালের উপর ব্রীজ না থাকায় প্রতিদিন উপজেলা সদরের সাথে যাতায়ত করতে সীমাহীন কষ্ট হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষক রিদুয়ান বলেন, কলেজ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, কেজি স্কুলের শিক্ষার্থীরা সাকুঁর উপর দিয়ে পারাপার করে কোন রকম যাতায়ত করছে। খালের উপর ব্রীজ না থাকায় বিশেষ করে বর্ষার মৌসুমে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়ত এক প্রকার বন্ধ হয়ে যায়।
এলাকাবাসী হাজী ছৈয়দ আকবর, মোহাম্মদ হোছন, কাশেম মিয়া, জলিল আহমদ, মকবুল আহমদসহ অসংখ্য গ্রামবাসী হাজার হাজার জনগণের যাতায়তের সুবিধার্থে উত্তর পুকুরিয়া খালের উপর ব্রীজ নির্মাণ এক মাত্র দাবীতে উপণীত হয়েছে। সচেতন নাগরিক সমাজের অভিমত জনগুরুত্বপূর্ণ বৃহত্তর এলাকার লোকজন ও শিক্ষার্থীদের স্বার্থে সরজমিন তদন্তপূর্বক অবিলম্বে খালের উপর একটি ব্রীজ নির্মাণ করার জন্য উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি সহ উর্ধ্বতন কর্তৃকপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...