প্রকাশিত: ০৬/০২/২০১৭ ৮:৫১ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া ::
কক্সবাজার জেলা পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন বলেন, উখিয়াকে মাদক মুক্ত করা হবে। কিছু স্বার্থানেষী মহল রামুর বৌদ্ধ বিহারে হামলা চালিয়েছে। এ ধরনের কোন ঘটনা পুণরায়বৃত্ত না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। ইসলামের নামে সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ, মাদক মুক্ত রাখতে হবে। অপরাধ থেকে মুক্ত রাখতে পারলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। আইন শৃংখলা রক্ষায় সকলকে সজাগ থাকতে হবে। এ জন্য জনগণকে আন্তরিক হতে হবে। উখিয়া থানা কর্তৃক আয়োজিত আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে উখিয়া থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উখিয়া থানার তদন্ত (ওসি) মোঃ কায় কিসলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা। বক্তব্য রাখেন, রতœাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, পালংখালী ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দিন, হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, সাবেক ঘুমধুম ইউপি চেয়ারম্যান দীপক বড়–য়া, উখিয়া কমিউনিটি পুলিশের সভাপতি শফিউল আলম বাবুল, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম, সুবধন বড়–য়া, কেন্দ্রীয় আনন্দ বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক রূপন বড়–য়া, মাষ্টার জ্ঞানদর্শী বড়–য়া, মধুসুধন বড়–য়া, মিলন বড়–য়া, জয়সেন বড়–য়া, এড. রবিন্দ্র দাশ রবি, উখিয়া বৌদ্ধ ভিক্ষু সমিতির সভাপতি ধর্মপাল উখিয়া কলেজের প্রভাষক প্লাবন বড়–য়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন উখিয়া ষ্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মুজিবুর রহমান। ত্রিপিটক পাঠ করেন ইন্দ্রিয় বড়–য়া ও গীতা পাঠ করেন বিমল চক্রবর্তী। এ সময় বক্তারা আরো বলেন, উখিয়ার শত বছরের ঐতিহ্যগত ভাবে হিন্দু, বৌদ্ধ ও মুসলিম বসবাস করে আসছে। এদের মধ্যে কোন ধরনের বিভেদ নেই। কিন্তু মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের কারণে এখানকার পরিবেশ নষ্ট হচ্ছে। কুতুপালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অদিত্য বড়–য়া রাহুল বলেন, উখিয়ার শৈলের ঢেবার আশপাশে ৫ থেকে ৬টি বৌদ্ধ বিহার রয়েছে। এর একটু দূরে কুতুপালং রোহিঙ্গাদের শরণার্থী ক্যাম্প। যেকোন মুহুর্তে রোহিঙ্গারা হামলার আশংখা প্রকাশ করেন। রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ করার দাবী জানান। ওখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবী জানান।

পাঠকের মতামত

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...

রোহিঙ্গা সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কানাডার প্রাচীনতম মুসলিম ত্রাণ সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ...

রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরখাস্ত

এক রোহিঙ্গা নারীকে অবৈধভাবে নাগরিকত্ব সনদ দেওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ...