ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/১১/২০২৪ ৭:৪১ এএম

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীরা পালানোর সময় ফেলে যাওয়া হ্যান্ডগ্রেনেড এবং দেশিয় তৈরী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে এপিবিএন পুলিশ।

সোমবার বিকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানান, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর।
তবে দূর্বত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
এডিআইজি আমির জাফর বলেন, বিকালে উখিয়ার ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে অপরাধ সংঘটনের উদ্দ্যেশে আরসা’র কতিপয় দূর্বৃত্ত সশস্ত্র অবস্থায় অবস্থান করছে খবরে এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৩/৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিলেও তাদের আটক করা সম্ভব হয়নি।
পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে দূর্বৃত্তদের ফেলে যাওয়া ১ টি হ্যান্ডগ্রেনেড, ১ টি দেশিয় তৈরী বন্দুক ও ১ টি চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রগুলো উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান এপিবিএন এর কর্মকর্তা।
এর আগে গত ৯ নভেম্বর যৌথ বাহিনীর অভিযানে ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে আরও ৪ টি একই ধরণের গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বছরে ২ কোটি বাঁশের চাহিদায় চট্টগ্রাম–কক্সবাজারে দ্রুত উজাড় হচ্ছে বাঁশবাগান

  একসময় দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা বাঁশবাগান এখন দ্রুত কমে আসছে। এ অবস্থায় ...

উখিয়ায় পরপর তিন ছেলেকে হত্যা, মায়ের কান্না থামানোর কেউ নেই

আব্দুল কুদ্দুস,কক্সবাজার কক্সবাজারের উখিয়া উপজেলার সমুদ্র উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি গ্রাম মনখালী। ...