ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০২/২০২৩ ৫:২১ পিএম

কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নুরুল বশর (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। রোববার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ এর রোহিঙ্গা আব্দু রশিদের বসতঘরের পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুরুল বশর উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ এর মৃত আব্দুস সালামের ছেলে। তিনি ক্যাম্পে কাজ করা এক এনজিও’র নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

১৪ এপিবিএন অধিনায়ক সৈয়দ হারুন অর রশিদ বলেন, নুরুল বশর নামে এক রোহিঙ্গা এনজিওকর্মী তার ডিউটি শেষে ভোরে বাড়ি ফিরছিলেন। পথে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। তার মরদেহ ক্যাম্পের আব্দুর রশিদের বসতঘরের পাশে পড়ে ছিল। তার মাথা ও পিঠে গুলির চিহ্ন আছে। পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে তাকে খুন করা হয়েছে সে বিষয়ে জানা যায়নি। অপরাধীদের ধরতে অভিযান চলছে।

পাঠকের মতামত

অভিযান চলছে, দালাল অধরা—টেকনাফের উপকূলে থামছে না মানবপাচার

প্রশাসনিক কড়াকড়ির মাঝেও টেকনাফ সীমান্তের কচ্ছপিয়া উপকুল দিয়ে মানবপাচার অব্যাহত রেখেছে পাচারকারী চক্রে। মানবপাচারকারীদের জিম্মিদশা ...

উখিয়ার পালং ইনস্টিটিউটে অনুমোদন ছাড়াই শিক্ষার্থী ভর্তি, পরীক্ষা অনিশ্চিত

কক্সবাজারের উখিয়ায় পালং ইনস্টিটিউট অফ মেডিক্যাল টেকনোলজি এন্ড ম্যাটস নামক একটি প্রতিষ্ঠানে অনুমোদন না নিয়ে ...

রোহিঙ্গাদের সহায়তায় ৫০ লাখ ডলার অনুদান দিল দক্ষিণ কোরিয়া

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রমে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থাকে (ইউএনএইচসিআর) ...