ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৭/২০২৫ ৮:৪৮ এএম
জনতার হাতে আটক ঘাতক পিতা

কক্সবাজারের উখিয়ায় কানিজ ফাতেমা জ্যোতি নামের চার বছরের কন্যাশিশুকে হত্যা করেছেন পাষণ্ড বাবা। পরে ঘাতককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মনখালী এলাকায় এ ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি আরিফ হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরিফ হোসেন বলেন, আমান উল্লাহ একজন মাদকাসক্ত। এ নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায় সময় ঝগড়া লেগে থাকত। এর জের ধরে কানিজ ফাতেমা জ্যোতিকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করেন। হত্যার পর তার মরদেহ পাশের নদীতে ফেলে দেন পাষণ্ড বাবা।

তিনি আরও বলেন, ঘটনাটি জানাজানি হলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন ঘাতক আমান উল্লাহ। স্থানীয়রা ঘরে ঢুকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে গ্রামের মানুষ নদীতে নেমে তল্লাশি করে শিশুর মরদেহ উদ্ধার করে।

আরিফ বলেন, মেয়েকে খুনের কথা স্বীকার করেছেন ঘাতক আমান উল্লাহ। খুনের সময় মাদকসেবন করছিলেন। নিহত শিশুর মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরির পর রাত ১টার দিকে থানায় নেওয়া হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে মাদক নিয়ন্ত্রণে শক্তিশালী টাস্কফোর্স, অল্প সময়ে বড় সাফল্য

বাংলাদেশে মাদকের ভয়াবহ আগ্রাসন ঠেকাতে সরকার কক্সবাজারে গঠন করেছে বিশেষ টাস্কফোর্স। রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্তবর্তী ...