ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৪/২০২৫ ১০:৪৮ পিএম , আপডেট: ২১/০৪/২০২৫ ১০:৫৭ পিএম

বার্তা পরিবেশক :
কক্সবাজারের উখিয়ায় জামাতার সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুর আলমের ক্ষমতার প্রভাবকে কাজে লাগিয়ে অন্যের জমি দখলে নিতে মারধর, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে পূর্ব মরিচ্যা এলাকার লায়লা বেগম ও ছালেহ আহম্মদ গংয়ের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী শারমিন আক্তার সুমি বাদী হয়ে গত ১৭ এপ্রিল উখিয়া থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। যার জিডি নং-৯১০।

জিডিতে উল্লেখ করা হয়েছে, বিধবা শারমিন আক্তার সুমির নিজের ভোগদখীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে একই এলাকার লায়লা বেগম সহ আরও ৪/৫জন। এ ঘটনার জেরে ভুক্তভোগী সুমির ছেলে মেয়েদের নানা ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন সহ মারধরও করা হয় বলে জিডিতে লিপিবদ্ধ করা হয়।

ভুক্তভোগী সুমি জানান, লায়লা বেগমের জামাতা বিএনপি নেতা ও ইউপি সদস্য মনজুর আলম মরিচ্যা এলাকায় প্রভাবশালী ও ক্ষমতাবান হওয়ায় তাকে হাতে নিয়ে আমার সম্পত্তি জোরপূর্বক দখলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে পাঁয়তারা করছে। প্রায়সময় অশালীন ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এমনকি মারার জন্য একাধিকবার ধাওয়া করেছিল তারা। পরবর্তীতে আমি ঘরে গিয়ে দরজা বন্ধ করে আশ্রয় নিয়েছি।

তিনি আরও জানান, লায়লা বেগমের স্বামী আ’লীগ করতো, তখন তার ক্ষমতার প্রভাব চলতো, কিন্তু পট পরিবর্তনের পর থেকে এলাকায় মনজুর মেম্বার একচ্ছত্র ক্ষমতা দেখাচ্ছে। যার কারণে তারই সুযোগ নিয়ে তার শাশুড়ি আমার পরিবারের উপর অত্যাচার শুরু করে দিয়েছে তারা। যখন যে ক্ষমতায় আসে সে দলের নেতাদেরর হাতে নিয়ে আমাদের জমি দখলে নেওয়ার চেষ্টা করেন। এতে আমরা যেমন ক্ষতিগ্রস্ত হই, বর্তমানে আমি জমি দখল চেষ্টা ও প্রান নাশের হুমকির ঘটনায় প্রশাসনের কাছে সুস্থ বিচার দাবি করছি।

এবিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ জানান, প্রাননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় ভুক্তভোগী একটি জিডি করেছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরখাস্ত

এক রোহিঙ্গা নারীকে অবৈধভাবে নাগরিকত্ব সনদ দেওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নির্বাচন :সভাপতি জসিম, সম্পাদক তানভীর

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৬ ...

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হলিউড অভিনেতা ইউনিসেফ দূত অরল্যান্ডো ব্লুম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনিসেফের শুভেচ্ছাদূত ও হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম। বুধবার (৫ ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...