উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/১০/২০২৫ ১২:৪৪ পিএম

আন্তর্জাতিক এনজিও এনআরসি কক্সবাজারের উখিয়ায় ৪জন মেন্টর টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

৩০সেপ্টেম্বর, মঙ্গলবার দেশের জনপ্রিয় চাকরির অনলাইন ওয়েভসাইট Bdjobs.com এ এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি।

শিক্ষাগত যোগ্যতা: এইসএসসি
বেতন: ১৫,৫০০ টাকা (মাসিক)
আবেদনের শেষ সময়: ০৯ অক্টোবর, ২০২৫ইং
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)
বয়স সীমা: কমপক্ষে ১৮বছর

★ ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে
★ কন্টিজেন্ট ওয়ার্কার/ভলান্টিয়ার অথবা শিক্ষক পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা টিচিং-সম্পর্কিত প্রশিক্ষণ থাকতে হবে।
★ ক্যাম্পের নিয়ম-কানুন সম্পর্কে ধারণা এবং ক্যাম্পে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
★ বাংলা, কক্সবাজার/চট্টগ্রামের আঞ্চলিক ভাষা এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।

দায়িত্বসমূহ:
NRC-এর নীতিমালা, সরঞ্জাম, হ্যান্ডবুক এবং নির্দেশিকা অনুসরণ করা।

শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করা।

শিক্ষার্থীদের উপস্থিতি রেজিস্টার অনুযায়ী নিশ্চিত করা।

ক্লাস রুটিন অনুযায়ী পাঠ পরিকল্পনা তৈরি করা।

ক্লাস রুটিন ও পরিকল্পনা অনুযায়ী ক্লাস পরিচালনা করা।

দৈনিক শিক্ষার্থী উপস্থিতি রেজিস্টার হালনাগাদ করা।

কর্মক্ষেত্রে পেশাগত আচরণ বজায় রাখা (সময় মেনে চলা, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা রক্ষা, পেশাগত যোগাযোগ বজায় রাখা)।

শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শ্রেণীকক্ষ প্রস্তুত রাখা।

লার্নিং সেন্টারের সরঞ্জাম ও উপকরণের যথাযথ সংরক্ষণ, সঠিক ব্যবহার এবং রেকর্ড সংরক্ষণ নিশ্চিত করা।

সেন্টার ম্যানেজমেন্ট কমিটি মিটিং, লার্নিং সার্কেল মিটিং, প্রশিক্ষণ, কর্মশালা এবং মাসিক সভায় অংশগ্রহণ করা।

প্রতিটি শিক্ষার্থীর জন্য গৃহ পরিদর্শন এবং অভিভাবক সভা করা।

প্রয়োজনীয় রেফারেলের জন্য তথ্য প্রদান করা।

নির্দেশিকা অনুযায়ী মূল্যায়ন সম্পন্ন করা।

তথ্য ডেটা প্রোটেকশন নীতিমালা অনুযায়ী সংরক্ষণ করা।

প্রতিদিন অগ্রগতির তথ্য ও আপডেট সময়মতো সুপারভাইজারকে প্রদান করা।

দাতা ও দলের আয়োজিত বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করা।

প্রয়োজনে নির্দেশনা অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন করা।

অন্যান্য সুবিধাসমূহ:
বার্ষিক ছুটি (Annual Leave): বছরে ১২ (বারো) দিন।

অসুস্থতাজনিত ছুটি (Sick Leave): বছরে ৮ (আট) দিন।

সাপ্তাহিক ছুটি (Weekly Leave): প্রতি সপ্তাহে ২ (দুই) দিন।

ইনস্যুরেন্স সুবিধা (Insurance Benefits): NRC-এর ইনস্যুরেন্স পলিসি অনুযায়ী সুবিধা প্রযোজ্য হবে।

আবেদন প্রক্রিয়া: কোনো ধরনের হার্ডকপি গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র bdjobs-এর অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। সিভিতে অবশ্যই আপডেটেড ছবি এবং ন্যাশনাল আইডি কার্ড নাম্বার উল্লেখ থাকতে হবে। অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

যদি আবেদনকারীরা আবেদন প্রক্রিয়ার সময় কোনো ভুল তথ্য প্রদান করেন, তথ্য গোপন করেন অথবা তথ্যের ভুল উপস্থাপন করেন, তবে তাদেরকে নিয়োগ প্রক্রিয়া থেকে অযোগ্য বলে ঘোষণা করা হবে।

বিস্তারিত জানতে https://jobs.bdjobs.com/jobdetails/?id=1413432&fcatId=-1&ln=1 ক্লিক করুন।

পাঠকের মতামত

অ্যাকশনএইডে চাকরির সুযোগ,কর্মস্থল, কক্সবাজার

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান অ্যাকশনএইড বাংলাদেশ (এএবি)। প্রতিষ্ঠানটির কমিউনিটি সেন্টার অ্যান্ড ইনফারমেশন ...

ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিচ্ছে কেয়ার বাংলাদেশে , কর্মস্থল (উখিয়া)

আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা কেয়ার বাংলাদেশে ‘ফিল্ড অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৪ ...

প্রভিডেন্ট ফান্ডসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আছে ভাতাও,কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি সাইকোলজিস্ট পদে জনবল নিয়োগের ...

সাপ্তাহিক ২ দিন ছুটির সুবিধাসহ আইআরসিতে নিয়োগ, কর্মস্থল কক্সবাজার

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) সম্প্রতি ইনফরমেশন ইন্টার্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ...

নিয়োগ দিচ্ছে ব্র্যাক এনজিও, শুক্র-শনিবার ছুটি, কর্মস্থল উখিয়া

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির মার্কেট লিংকেজ, এফএসএসএল, এইচসিএমপি বিভাগ ...

চাকরি দেবে ব্র্যাক এনজিও, শুক্র-শনিবার ছুটি, কর্মস্থল উখিয়া

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ইনফরমেশন টেকনোলজি,এফএসএসএল, এইচসিএমপি বিভাগ সিনিয়র ...