বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ০৯/১২/২০২৫ ৫:২০ পিএম

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারের উখিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন এবং অদম্য নারী সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) যারিন তাসনিম তাসিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারডাঃ সামিনা নবী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বেনজির ইকবাল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সৈয়দ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আশরাফুল আলম সিরাজী, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার,উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক মোহাম্মদ ফরিদুল আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন, উখিয়া থানা ওসি (তদন্ত) নাসির উদ্দিন,ওয়ার্ল্ড ভিষন এর এ্যাডভোকেসি কোর্ডিনেটর জয়শ্রী ফিউরিফিকেশন ও উখিয়া উপজেলা ডাকঘর এর পোস্ট মাস্টার এস এম জসিম। সভায় বিভিন্ন দপ্তর ও পেশার প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নারীর অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে ‘অদম্য নারীর বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা অর্জনকারী নারী ক্যাটাগরিতে মবিনা আকতার, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে শায়লা শারমিন রনি, সফল জননী ক্যাটাগরিতে রেজিয়া আলম, নির্যাতনের বিভীষিকা কাটিয়ে নতুন উদ্যমে জীবন শুরুকারী নারী ক্যাটাগরিতে দিলোয়ারা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী ক্যাটাগরিতে কামরুন নেছা তানিয়াকে সম্মাননা প্রদান করা হয়।

পাঠকের মতামত

জামিন বাতিল, মহেশখালীর তোফায়েল হত্যা মামলায় ৭ জন কারাগারে

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের বাসিন্দা জুলাই অভ্যুথানে নিহত শহীদ তানভীর ছিদ্দিকীর ...

ফেসবুক পোস্ট দিয়ে ছাত্রশক্তি নেত্রীর পদত্যাগ‘জুলাইয়ে থানার বাইক চোরের কাছে অনেক সময় হেরে যাই’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলা শাখার সদ্য ঘোষিত নতুন কমিটি’র ...