নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ২:৫২ পিএম

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকা থেকে দুই লক্ষ শলাকা নকল আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড এর এরিয়া ম্যানেজার দারুল হোসেন।

তিনি জানান, কক্সবাজারে কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে বাজারে নকল আকিজ বিড়ি সরবরাহ করে আসছে। এই খবর পেয়ে উখিয়া বালুখালী এলাকায় দুই লক্ষ শলাকা নকল আকিজ বিড়িসহ আবুল খায়ের টোব্যাকো কোম্পানীর বিক্রয় কর্মী দেলোয়ার হোসেনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে এ ঘটনায় জড়িত রবিউল, সাইফুল ও ইউনুসকেও ধরা হয়। পরে তাদের কাছ থেকে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বীকারোক্তি নেওয়া হয়।

আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড এর এরিয়া ম্যানেজার দারুল হোসেন বলেন, তারা দীর্ঘদিন যাবত এই প্রতারণা করছে। যার মূল উদ্দেশ্য আকিজ বিড়ি কোম্পানির সুনাম নষ্ট করা। জব্দকৃত নকল আকিজ বিড়িগুলো জনতার সামনে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

পাঠকের মতামত

সীমান্তে জেলে–রোহিঙ্গা জোটে মাদক নেটওয়ার্ক

কক্সবাজারের টেকনাফ উপকূল ও প্রবালদ্বীপ সেন্টমার্টিন রাতের অন্ধকারে গোপন এক আন্তর্জাতিক চোরাচালান নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে পরিণত ...

মাদক মামলায় রোহিঙ্গাসহ ২ জনের মৃত্যুদন্ড, ২ জনের যাবজ্জীবন

কক্সবাজারে ইয়াবা পাচারের ঘটনায় করা মামলায় রোহিঙ্গাসহ দুইজনকে মৃত্যুদণ্ড এবং দুই রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ...