দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন
রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...
কক্সবাজারের উখিয়ার কুতুপালং আম গাছ তলা নামক এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন গুরুতর আহত হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তি হলো নেত্রোকোনা জেলার দুর্গাপুর উপজেলার ভবতপুর গ্রামের মৃত অবনী দে এর ছেলে লিকু মানকিন (৩০)।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘাতক গাড়ি চালককে আটক করা হয়। এছাড়া গাড়ি দুইটি জব্দ করা হয়।
আটককৃত ড্রাইভার হলো কুমিল্লার জেলে পাড়া গ্রামের মৃত নিবারন চন্দ্র বর্মন ছেলে সন্তোষ চন্দ্র বর্মন। এ ব্যাপারে উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ মাহবুব কবির বলেন, দুঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।
পাঠকের মতামত