

কক্সবাজারের উখিয়ায় কেন্দ্রীয় ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে স্থানীয় সড়ক প্রদক্ষিণ শেষে এ সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার জেলা জামায়াতের আমির মাওলানা নুর আহমদ আনোয়ারি। তিনি বলেন, “বিএনপি পিআর মানে না, পিআর কি তাও বোঝে না। প্রশাসন ও পেশিশক্তি দিয়ে জনগণের ন্যায্য আন্দোলন রোধ করার চেষ্টা হলে তা কঠিন পরিণতি ডেকে আনবে।” তিনি আসন্ন জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, “২৪ সালের গণআন্দোলনের অভিজ্ঞতা মাথায় রেখে সবাইকে কাজ করতে হবে। অন্যায় হলে জনগণ তা মোকাবিলায় বাধ্য হবে।”
মাওলানা আনোয়ারি পাঁচ দফা দাবির বিস্তারিত তুলে ধরে বলেন, “ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইনসাফের সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, সেক্রেটারি সোলতান আহমেদ, নায়েবে আমির মাওলানা নুরুল হক, আব্দুর রহিম, ইউনিয়নের আমির আবুল আলা, জামায়াত নেতা জহির আহমদ, নুর মোহাম্মদ সিকদার, জিশানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পাঁচ দফা দাবির বাস্তবায়ন ছাড়া দেশে ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব নয়। তারা জনগণকে আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান

পাঠকের মতামত