নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১/০৭/২০২৫ ৯:০৭ পিএম

কক্সবাজারের উখিয়ায় অপহরণের ৪ দিন পর সৈয়দ নূর (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার আজুখাইয়া এলাকার গহীন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সৈয়দ নূর রাজাপালং ইউনিয়নের দরগাহ বিল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ জুলাই) অজ্ঞাত একদল অপহরণকারী তাকে জিম্মি করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা পরিশোধও করেন। এরপরও তাকে হত্যা করে জঙ্গলে ফেলে দেওয়া হয়।

স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপহরণের সঙ্গে জড়িতদের সন্দেহে রোহিঙ্গাসহ দুইজনকে আটক করেছে।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...