১০ মে দৈনিক আজকের দেশ-বিদেশ, অনলাইন পত্রিকা টেকনাফ নিউজ ও উখিয়া নিউজ ডটকমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত “প্রধানমন্ত্রীর ঘোষণার পর প্রশাসন ও দুদকের তৎপরতা:ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে আতংক ”শীর্ষক সংবাদটি আমাদের পরিবারের দৃষ্টিগোচর হয়েছে। স্থানীয় একটি শত্রুমহল সংবাদ কর্মীদের উদ্ভট,মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিয়ে আমাদের পারিবারিক সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালিয়েছে। হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে স্বপরিবারে ওমানে বসবাস করছে। আমাদের পরিবারে অপর সদস্য কামাল উদ্দিনও সুদূর আমেরিকায় বসবাস করছে। হেলালের সম্পত্তির যে বিবরণ দেওয়া হয়েছে তাও আকাশ-কুসুম কল্পনার মতো ঘটনা। হেলাল উদ্দিন শ্বাশুড় হিসেবে যে মৃত ওমর আলীর নাম দেওয়া হয়েছে তাও ভিত্তিহীন। হেলাল উদ্দিনের কোন সিন্ডিকেট নেই। পুরো সংবাদটি পর্যালোচনা করলে ভিন্ন একটি ঘটনায় উদ্দেশ্য প্রণোদিতভাবে হেলালকে জড়িয়ে দেওয়া হয়েছে। যৎ সামান্য ভূ-সম্পত্তি রয়েছে তা লবণ ব্যবসার মাধ্যমে অর্জিত টাকায়। এছাড়া উক্ত সংবাদে হেলাল উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে যে মিথ্যা তথ্য দেওয়া হয়ে তা সম্পন্ন ভূয়া । টেকনাফ হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলা থাকাতো দুরের কথা থানায় একটি সাধারণ ডাইরী ও নেয়। আমাদের পরিবারটি দীর্ঘদিন ধরে এলাকায় কোন অবস্থানে ছিল তা সবারই জানা আছে। সুতরাং বিভ্রান্তিমূলক সংবাদে সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার উদাত্ত আহবান জানিয়ে ঐ সংবাদের হেলালকে জড়িত করা সংবাদাংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী :
হেলাল উদ্দিনের পরিবারের সদস্যবৃন্দ
লেদা, হ্নীলা, টেকনাফ।
পাঠকের মতামত