প্রকাশিত: ২৬/০৭/২০১৭ ১২:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৩ পিএম

বিনোদন প্রতিবেদক::
২০০৫ সালের মে মাসের ১২ তারিখ সনি রহমান তার বাবাকে হারান।
বাবাকে হারানোর পর থেকে এক মিনিটের জন্যও ভুলতে পারেনি বাবাকে। বাবার মায়া মমতা আর ভালবাসার কথা সব সময়ই তার মনে পড়ে। তাইতো যখনই কারো বাবা নাই মা নাই শুনে তখনি কেমন দূর্বল হয়ে পড়েন সনি রহমান। প্রতিটি মুহুর্তে সনি রহমান বাবা হারানো বেদনায় মনোকষ্টে বাবার সৃতি হাতরিয়ে বেড়ায়। বুজ হওয়ার পর থেকে শুরু করে আজ পর্যন্ত বাবার ভালবাসা আর শাসন তাকে তাড়া করে বেড়ায় সর্বক্ষন। অনেকদিন ধরে তার ইচছা ছিল বাবাকে নিয়ে কোন একটা কাজ করা। স্বপ্ন এবার সত্যি হল-যেখানে বর্তমান মিউজিক ভিডিওর বাজারে প্রেম ভালবাসা আর রোমান্টিক গল্পের ছড়াছড়ি, ঠিক এই সময়ই সনি রহমান অভিনয় করেন জন্মদাতা পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ইমরান খন্দকারের গাওয়া বাবাকে নিয়ে একটি গানে। সনি রহমান বলেন- পৃতিবীতে আমার কাছে বাবা মাই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ নিয়ামত। বাবা মার ভালবাসার উর্ধে কোন ভালবাসা হতে পারে পারেনা। অনেকই আছেন যারা বাবা মা পৃথিবীতে বেচে থাকা অবস্থা ওনাদের মর্ম বুঝেন না। তাইতো কারো কারো বাবা মাকে শেষ বয়সে বৃদ্বাশ্রমে থাকতে হয়। যৌবনের তাড়নায় ভূলে যায় একসময় নিজেদের শেষ বয়সে আসতে হবে। এটাই প্রকৃতির নিয়ম। আজকের সন্তানই আগামি দিনের বাবা মা। সমাজে বাবা মাকে কষ্ট দেয়া অনেক বড় অপরাধ, আর যারা আমার মত বাবাকে হারিয়ে বাবা শুন্যতায় পরেছেন, তারাই বলতে পারবে যে বাবা হারানোর যন্ত্রনা কতটা কষ্টের হতে পারে। আর এই কষ্ট অনুধাবনের প্রতিছবিই এই মিউজিক ভিডিও। যেখানে বাবা হারানোর শুন্যতা ফুটিয়ে তোলা হয়েছে সুনিপুন অভিনয় আর ম্যাকিংএ। আমি আশা করি এই ভিডিওটির মাঝে আমার মত বাবা শুন্য মানুষ গুলো তাদের গল্প খোঁজে পাবে। আর ইমরান খন্দকার ও আমার মতে আমাদের বাবা শুন্যতার কথা গুলো গানের মাধ্যমে তুলে ধরেছেন।
সর্বশেষে সুন্দর একটি মিউজিক ভিডিও দেখতে পারবেন দর্শক।

পাঠকের মতামত

বুবলীকে কক্সবাজারের শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন, পরিচালকের দাবি

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিক চলচ্চিত্র বানিয়েছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। নায়িকাকে নিয়ে তাই ...