প্রকাশিত: ১০/০৬/২০১৬ ৯:৪২ এএম

imran-bg20160609151807বিনোদন ডেস্ক::

কিছুদিন আগে এসেছে জনপ্রিয় সংগীতশিল্পী ন্যানসির নতুন একক ‘ভালোবাসো বলেই’। স্বল্প বিরতির পর আসছে তার একটি দ্বৈত অ্যালবাম। গানগুলোর সুর তৈরির পাশাপাশি সংগীতায়োজন করছেন ইমরান।

ঈদ উপলক্ষে প্রকাশ পাবে ন্যানসির এই অ্যালবামটি। এতে শিল্পীর সঙ্গে ইমরান ছাড়াও কণ্ঠ দেবেন এ সময়ের জনপ্রিয় কয়েকজন গায়ক। আয়োজকরা এখনই তাদের নাম বলতে নারাজ।

ন্যানসি বলেন, ‘এই প্রথম আমি এমন কোনো অ্যালবাম করছি যার প্রতিটি গানই হবে দ্বৈত। ৫ টি গানের সহ-শিল্পীও ৫ জন পৃথক কণ্ঠশিল্পী। সুতরাং অ্যালবামটিতে শ্রোতারা বৈচিত্র্য খুঁজে পাবেন বলে বিশ্বাস আমার।’

ইমরান বলেন, ‘আমি অনেক আগে থেকেই ন্যানসি আপুর কণ্ঠের একজন ভক্ত। তার দ্বৈত অ্যালবামের সবগুলো গানের সুর এবং সংগীত পরিচালনা করছি, বিষয়টা অবশ্যই ভালো লাগার মতো। চেষ্টা করেছি গানগুলোর কথা এবং সুরের ভালো একটি সমন্বয় করতে। আশাকরছি শ্রোতারা নতুন কিছু পাবেন।’

৫ টি গান দিয়ে সাজানো হচ্ছে নাম চূড়ান্ত না হওয়া অ্যালবামটি। এতে থাকবে ৫ টি গান। এগুলো লিখেছেন স্নেহাশীষ ঘোষ। অ্যালবামটি বাজারে আনবে সিডি চয়েস।বাংলানিউজটোয়েন্টিফোর

পাঠকের মতামত

বুবলীকে কক্সবাজারের শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন, পরিচালকের দাবি

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিক চলচ্চিত্র বানিয়েছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। নায়িকাকে নিয়ে তাই ...