প্রকাশিত: ০২/০৮/২০১৭ ৭:৫১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫১ পিএম

জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ ও মডেল-অভিনেত্রী তানজিন তিশা নতুন করে গুঞ্জনের জন্ম দিয়েছেন। সম্প্রতি হাবিবের দেয়া একটি ফেসবুক স্ট্যাটাসের কমেন্ট বক্সে তিশা হাবিবকে ‘নট সিঙ্গেল’ বলে উল্লেখ করেন। এরপরেই বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনে গুঞ্জন শুরু হয়ে যায়।

জানা যায়, সোমবার হাবিব তার একটি ফেইসবুকে পোস্টে লেখেন, ‘সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট। ’ এরপর মন্তব্যের ঘরে তিশা লেখেন, ‘সিঙ্গেল লাইফ বাবা?’ হাবিব এরপর লেখেন, ‘সরি?’ এরপর তিশা তার বিপরীতে লেখেন, ‘রাগ কমাও। ইউ আর নট সিঙ্গেল, এভরিওয়ান নোজ। ’

সম্প্রতি দ্বিতীয় স্ত্রী রেহানের সাথে হাবিব ওয়াহিদের বিচ্ছেদ হয়। এই বিচ্ছেদের পর তানজিন তিশার সাথে তার প্রেমের সম্পর্কের বিষয়টি সামনে চলে আসে। এরপর হাবিব তার ফেইসবুকে বলেছিলেন, তিশার সঙ্গে তার সম্পর্কটা একান্তই ব্যক্তিগত।

তবে সোমবার একাকী জীবন নিয়ে হাবিবের ফেসবুকে এমন পোস্ট প্রকাশের পর তাদের সম্পর্কের ব্যাপারটি পরিষ্কার হয়ে গেছে। পোস্টটি নিয়ে বেশ সমালোচনায় পড়তে হয় হাবিবকে। যার কারণে হাবিবের ওয়াল থেকে পোস্টটি সরিয়ে ফেলা হয়।

পাঠকের মতামত

বুবলীকে কক্সবাজারের শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন, পরিচালকের দাবি

চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিক চলচ্চিত্র বানিয়েছেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। নায়িকাকে নিয়ে তাই ...