দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১
শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকায় ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (২৯ অক্টোবর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ। তিনি জানান, গতকাল শহরে ডাক্তার দেখিয়ে সার্কিট হাউসে রাত্রী যাপন করেন তিনি। সকালে তাকে সার্কিট হাউস থেকে গাড়িতে করে করিমগঞ্জের বালিখলা ঘাটে নামিয়ে গাড়িটি সার্কিট হাউসে ফেরার পথে সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ইউএনও বলেন, আমাকে বালিখলা ঘাটের নামিয়ে সার্কিট হাউসে ফেরার পথে শোলাকিয়া ঈদগাহ ময়দানে সামনে আসতেই পিছন দিক থেকে ঢিল ছুঁড়ে মারা হয়। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। তবে কেউ আহত হয়নি। বিষয়টি সদর থানার ওসিকে জানানো হয়েছে।
পাঠকের মতামত