
রোহিঙ্গারা যাতে নিজ ঘরে ফিরে যেতে পারে সেজন্য রাখাইনে সহায়ক পরিবেশ তৈরির জন্য পৃথিবীর বিভিন্ন দেশ মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে।আসিয়ানের চেয়ারম্যান হিসেবে থাইল্যান্ড এ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে ২৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিচ্ছেন।
শুক্রবার (২ আগস্ট) থাইল্যান্ডে ২৬তম আসিয়ান রিজিওনাল ফোরামে জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা তাদের বক্তব্যে রোহিঙ্গারা যাতে সম্মানজনক ও নিরাপদে রাখাইনে ফিরতে পারে সেজন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানান।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন অংশগ্রহণ করেন।
রোহিঙ্গারা যাতে নিজ দেশে ফেরত যেতে পারে সেজন্য মন্ত্রী আসিয়ান রিজিওনাল ফোরামের সহায়তা চান।
মোমেন বলেন, রোহিঙ্গা সমস্যা দীর্ঘায়িত হলে এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা ব্যাহত হতে পারে।
রোহিঙ্গা সমস্যা সমাধানে আসিয়ান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চান মন্ত্রী।
তিনি বলেন, এই সমস্যা বাংলাদেশ দীর্ঘদিন বহন করার সক্ষমতা রাখে না এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সমস্যা সমাধানের দায়িত্ব নিতে হবে।
পাঠকের মতামত